
PM Modi ; ঘানার স্পিকারকে প্রধানমন্ত্রী মোদীর উপহার : বাংলার ‘ সাদা হাতি ‘ !
ব্যুরো নিউজ ০৪ জুলাই : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর ‘দক্ষিণ বিশ্ব’ ( Global South ) সফরের উদ্দেশ্যে গত বুধবার ঘানার উদ্দেশে রওনা হয়েছেন। একদিন পরেই তিনি ঘানা ছেড়ে তাঁর পরবর্তী গন্তব্য ত্রিনিদাদ ও টোবাগোর দিকে যাত্রা করেন। এই সফরকালে তিনি বিভিন্ন দেশের নেতাদের হাতে তুলে দিচ্ছেন ভারতের বৈচিত্র্যময় হস্তশিল্পের নিদর্শন, যা ভারতীয় সংস্কৃতির এক ঝলক তুলে ধরছে। সফরের সূচনা ও