
China : লোহিত সাগরে জার্মান বিমানকে চীনের লেজার হামলা , চীনের রাষ্ট্রদূতকে তলব বার্লিনের
ব্যুরো নিউজ ০৯ জুলাই ২০২৫ : লোহিত সাগরে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ \EU ) নেতৃত্বে একটি সামুদ্রিক নিরাপত্তা মিশনে থাকা অবস্থায় একটি চীনা সামরিক জাহাজ একটি জার্মান বিমানকে লেজার দিয়ে লক্ষ্যবস্তু করেছে বলে মঙ্গলবার জার্মানি অভিযোগ করেছে। এই ঘটনার প্রতিক্রিয়ায়, বার্লিন চীনা রাষ্ট্রদূতকে তলব করে ব্যাখ্যা চেয়েছে। জার্মানির প্রতিক্রিয়া ও অভিযোগ জার্মান পররাষ্ট্র মন্ত্রক X (আগের টুইটার) এ একটি পোস্টে বলেছে,