
প্যাকেটজাত খাবার নিয়ে কড়া পদক্ষেপ নিল FSSAI
ব্যুরো নিউজ, ৯ জুলাই : প্রতিটি ঘরে ঘরে আজ প্যাকেটজাত খাবার। চাল, চা, চিনি, দুধ, মুড়ি, মশলা সব খাবারই এখন প্যাকেটে। এমনকি মাছ, মাংসও গায়ে মেখেছে রঙচঙে প্যাকেট। দোকানে দোকানে, শপিং মলে এখন এই প্যাকেটজাত খাবারেরই রমরমা। এবার থেকে অফলাইনে করা যাবে বদলির আবেদন দেদারে বিকোচ্ছে সেসব দ্রব্য। ফলে এখন অনেকটাই কোনঠাসা লুজ মুদি-মশলার সামগ্রী। আর এসবের ভিড়ে একপ্রকার গুরুত্ব হারাতে