
শিলিগুড়িতে চিতার আতঙ্ক
ফের চিতাবাঘের হানা শিলিগুড়িতে। আতঙ্কে কাজ বন্ধ রেলকর্মীদের । বৃহস্পতিবার শিলিগুড়ি জংশনে চিতার আতঙ্কে ডেমু শেডে কাজ বন্ধ করে দেন রেলকর্মীরা।ঘটনাটি নজরে আসা মাত্রই এক বনকর্মী বাঘটিকে মোবাইলবন্দি করেন।খবরটি পাওয়া মাত্রই বৃহস্পতিবার সন্ধ্যায় বাঘটির তল্লাশি শুরু করেন বনকর্মীরা। তল্লাশিতে ছিলেন সারুগড়া রেঞ্জ ও সুকনা ওয়াল্ড লাইফ স্কোয়াডের কর্মীরা।এলাকাটি ঘন জনবসতিপূর্ণ হওয়ায় তল্লাশিতে সমস্যায় পড়তে হয় বনকর্মীদের। ফলে আরও তল্লাশি চলবে