
পাহালগাম হামলায় FATF-এর তীব্র নিন্দা: ‘ অর্থায়ন ছাড়া এইরুপ সন্ত্রাস সম্ভব নয় ‘
ব্যুরো নিউজ ১৭ জুন : আর্থিক কার্যক্রম টাস্ক ফোর্স (FATF), বৈশ্বিক অর্থ পাচার এবং সন্ত্রাসবাদে অর্থায়ন প্রতিরোধকারী সংস্থা, সম্প্রতি এপ্রিল মাসে পাহালগামে ঘটে যাওয়া বর্বর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা করেছে। FATF স্পষ্টভাবে জানিয়েছে যে, এই ধরনের আক্রমণ সন্ত্রাসী সমর্থকদের কাছে অর্থ এবং তহবিল স্থানান্তরের মাধ্যম ছাড়া ঘটতে পারে না। এই ঘটনার প্রেক্ষিতে FATF সন্ত্রাসবাদে অর্থায়ন মোকাবিলার জন্য দেশগুলি যে ব্যবস্থা গ্রহণ