
হৃত্বিক রোশান মনে প্রানে চেয়েছিলেন করিনাকে বিয়ে করতে কিন্তু কোন গোপন কারণে করিনা প্রস্তাব ভেস্তে দিলেন
ব্যুরো নিউজ,২৬ মার্চ : আপনি জানেন কি, সইফের আগে করিনা এক সময় প্রেমিকা ছিলেন হৃতিক রোশনের! হ্যাঁ, সঠিক শুনেছেন। ‘কহো না প্যার হ্যায়’ ছবির শুটিংয়ের সময়ই হৃতিকের মন হারিয়েছিলেন করিনা, যদিও সিনেমার পর্দায় তাদের জুটি হয়ে ওঠেনি। তবে বাস্তব জীবনে একেবারে অন্য গল্প ছিল। রোশনের পরিবারের পক্ষ থেকে করিনাকে বিয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল। রোশনের পরিবারের সবাই করিনাকে ভীষণ পছন্দ করতেন।