
বাড়িতে বসেই চটজলদি বানিয়ে ফেলুন ঈদ স্পেশাল হালিম! খেতেও হবে সুস্বাদু
পুস্পিতা বড়াল, ৯ এপ্রিল: চলছে রমজান মাস। সামনেই আসছে ঈদ।আর এই উৎসবে খাওয়া দাওয়াও চলবে দেদার। ঈদের দিন রকমারি সব পদের আয়োজন করা হয়। যেগুলির মধ্যে ‘হালিম’ অন্যতম। এটি খুব সহজ একটি রেসিপি। খেতেও হয় খুবই সুস্বাদু। আসুন জেনে নেওয়া যাক কীভাবে এই হালিম তৈরী করতে হয়। প্রথমে দেখে নেওয়া যাক কী কী উপকরণ লাগবে হালিম তৈরীতে। প্রথমে দেখে নেওয়া