
অবশেষে ভারতে বুকিং শুরু হল Ducati DesertX Rally মোটর সাইকেলের, প্রকাশ্যে এল দাম সহ যাবতীয় তথ্য
ব্যুরো নিউজ, ১৭ এপ্রিল : Ducati India এই বছরের শেষের দিকে লঞ্চের আগে নতুন DesertX Rally অ্যাডভেঞ্চার মোটরসাইকেলের জন্য প্রি-বুকিং গ্রহণ করা শুরু করেছে। Ducati DesertX Rally হল একটি অফ-রোড-কেন্দ্রিক ভেরিয়েন্ট যা ইতিমধ্যেই bonkers DesertX-এর উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এটি স্ট্যান্ডার্ড মডেলের তুলনায় আরও প্রিমিয়াম দেখতে। গত বছর থেকে ভারতে বিক্রি হচ্ছে স্ট্যান্ডার্ড Ducati DesertX। বাইকটিতে ব্লুটুথ কানেক্টিভিটি