
মাদক পাচার চক্রে ‘কিংপিন’ তিনি | কয়েক হাজার কোটি টাকার মাদক-সহ গ্রেফতার দক্ষিণী পরিচালক
ব্যুরো নিউজ, ৯ মার্চ: দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির নামকরা পরিচালক। কিন্তু ছবি পরিচালনার আড়ালেই চালাচ্ছিলেন মাদক পাচার চক্র। যার মূলে ছিলেন ওই দক্ষিণী পরিচালক। আর তা থেকেই কয়েক হাজার কোটি টাকা ইনকাম। সন্দেশখালি থানার ওসি বদল জানা গিয়েছে, অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে মাদক পাচার করছিলেন পরিচালক জাফার সাদিক। সিউডোফেড্রিন নামক মাদক পাচারের সঙ্গে যুক্ত। ৪৫ দফায় মোট ৩৫০০ কেজি মাদক পাচার করেছিলেন তিনি। যার



















