
Pralay Missile : ইউক্রেনের আতঙ্ক ‘ ইস্কান্দার ‘ এর আদলে ভারতের স্বদেশী ‘ প্রলয় ‘ , শত্রু রাষ্ট্রদের নতুন ত্রাস !
ব্যুরো নিউজ ৩০ জুলাই ২০২৫ : ওড়িশার উপকূলে অবস্থিত আব্দুল কালাম দ্বীপ থেকে প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (DRDO) গত ২৮ এবং ২৯ জুলাই ‘প্রলয়’ ক্ষেপণাস্ত্রের দুটি সফল পরীক্ষা চালিয়েছে। এই পরীক্ষাগুলি ক্ষেপণাস্ত্রটির সর্বোচ্চ এবং সর্বনিম্ন পাল্লার কার্যকারিতা যাচাই করার জন্য ব্যবহারকারী মূল্যায়ন পরীক্ষার (User Evaluation Trials) অংশ ছিল। ডিআরডিও-র পক্ষ থেকে জানানো হয়েছে, দুটি ক্ষেপণাস্ত্রই তাদের নির্ধারিত গতিপথ নির্ভুলভাবে