
রাত ১১ টার পর হোটেলের বাইরে বেরনো যাবেনা | কেন দিঘায় ‘নাইট কার্ফু’?
ব্যুরো নিউজ, ২২ ফেব্রিয়ারি: এখন ১২ মাস দিঘায় পর্যটকদের আনাগোনা। উইকএন্ড বা হলিডে হলে তো কথাই নেই। দিঘার বিচে উপচে পড়া ভিড়। পাশাপাশি মানপাসান্দ হোটেল মেলাও প্রায় দুষ্কর। তার ওপর চড়া রেট। কিন্তু কি করা যায়! ছুটির দিনে আনন্দ করতে ঘুরতে আসা। তাই অনেকে এই হ্যাপা এড়াতে আগেভাগে অনলাইনেই বুক করে রাখেন নিজেদের ইচ্ছে মাফিক হোটেল। কারন ছুটির দিনগুলিতে কোনও