
অধিনায়ক রূপে ফিরছেন ঋষভ পন্থ! বড় ঘোষণা দিল্লী ক্যাপিটালসের!
ব্যুরো নিউজ, 20 মার্চ, পুস্পিতা বড়াল: ঋষভ পন্থকে বিসিসিআই ফিট ঘোষণা করেছে। ফিট সার্টিফিকেট দিয়েছে এনসিএ-ও। আইপিএলে ঋষভ পন্থকে তাও পুরোদমে পাওয়া যাবে কিনা, সেটা নিয়ে সংশয় তো ছিলই। এবার দিল্লি ক্যাপিটালস সেই সংশয় দূর করে দিল। এবার অধিনায়ক হিসাবে দেখা যাবে ঋষভ পন্থকে। তা স্পষ্ট জানিয়ে দিল সৌরভের দল। তারকা উইকেটকিপার-ব্যাটার গাড়ি দুর্ঘটনার পরে সুস্থ হয়ে এই প্রথমবার প্রথম