
দার্জিলিং -এ বুদ্ধ জয়ন্তী উৎযাপন
স্বপন পাল, দার্জিলিং, ৫ মেঃ (Latest News) প্রতি বছরের ন্যায় এ বছরও বুদ্ধ পূর্ণিমা (বুদ্ধ জয়ন্তী) উপলক্ষে আজ দার্জিলিং-এ এই দিনটি উদযাপন করা হলো । দার্জিলিং এর বিভিন্ন মঠের বুদ্ধ ধর্ম বিশ্বাসী মানুষজন দার্জিলিংয়ের ম্যালে উপস্থিত হয়ে এই দিনটি উদযাপন করলো ধুমধামের সঙ্গে । সকালে বিভিন্ন স্থান থেকে বৌদ্ধ সন্ন্যাসীরা উপস্থিত হয় দার্জিলিংয়ের প্রাণকেন্দ্র চৌরাস্তায়। বেশ কয়টি মঠ অংশ নেয়