
পুরসভার ‘গঙ্গোত্রী’র পাইপে নোংরা জলের সঙ্গে বিষাক্ত কেঁচো, বিতর্কে পুরসভা
ইভিএম নিউজ ব্যুরো, ২৪ ফেব্রুয়ারিঃ কোথাও মিড ডে মিলের চাল চুরির অভিযোগ, কোথাও আবার সেই মিড ডে মিলের মধ্যে টিকটিকি বা শুঁয়োপোকা পড়ে থাকার ঘটনা। একেই পর এক অস্বস্তিতে পড়ে জেলায় জেলায় একাধিক স্কুল অঙ্গনওয়াড়ি কর্মীদের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে, সংশ্লিষ্ট সরকারি দপ্তর আর প্রশাসন। আর এমনই একটা সময়ে পানীয়জলের পাইপলাইন থেকে বিষাক্ত কেঁচো বেরিয়ে আসার ঘটনায় আতঙ্ক ছড়ালো, ডায়মন্ডহারবার পুরসভা




















