ইভিএম নিউজ ব্যুরো, ২৪ ফেব্রুয়ারিঃ কোথাও মিড ডে মিলের চাল চুরির অভিযোগ, কোথাও আবার সেই মিড ডে মিলের মধ্যে টিকটিকি বা শুঁয়োপোকা পড়ে থাকার ঘটনা। একেই পর এক অস্বস্তিতে পড়ে জেলায় জেলায় একাধিক স্কুল অঙ্গনওয়াড়ি কর্মীদের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে, সংশ্লিষ্ট সরকারি দপ্তর আর প্রশাসন। আর এমনই একটা সময়ে পানীয়জলের পাইপলাইন থেকে বিষাক্ত কেঁচো বেরিয়ে আসার ঘটনায় আতঙ্ক ছড়ালো, ডায়মন্ডহারবার পুরসভা এলাকার ১৬ টি ওয়ার্ডে। ঘটনায় কর্তব্যে গাফিলতির অভিযোগে আটক করা হল, পুরসভার দুই ইঞ্জিনিয়ারকে।

পুরসভা সূত্রে জানা গেছে নদীর জল পরিশ্রুত করে বাড়ি বাড়ি পৌঁছে দিতে, ডায়মন্ড হারবার পুরসভার উদ্যোগে শুরু হয়েছিল কয়েককোটি টাকার গঙ্গোত্রী জলপ্রকল্প। যদিও সেই পাইপলাইন থেকে বেশিরভাগ দিনেই নোংরা জল বেরোয় বলে পুরসভার বাসিন্দাদের অভিযোগ। সেই অভিযোগের স্বস্তিতে নতুন করে কাঁটা ছড়িয়ে, সম্প্রতি ওই জলের পাইপ থেকে বিষাক্ত কেঁচো বেরিয়ে আসার ছবি ধরা পড়ে। সেই ঘটনা যাতে পরে পুরসভা অস্বীকার করতে না পারে, তা নিশ্চিত করতে বিষাক্ত কেঁচো সহ কিছুটা জল ডায়মন্ডহারবার হাইস্কুলের মিউজিয়ামে, সংগ্রহ করে রাখা হয়েছিল বলে, সূত্রের খবর। পরে সেই ঘটনার কথা প্রকাশ্যে আসতেই, ডায়মন্ডহারবারের এসডিপিও মিতুন দে সটান হাজির হন, ডায়মন্ডহারবার পুরসভায়। কর্তব্যে গাফিলতির অভিযোগে পুরসভার ২ ইঞ্জিনিয়ার প্রবীর পোল্লে ও মৃদুল মণ্ডলকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ।
যদিও বিষয়টি নিয়ে মুখ খুলতে চাননি পুরসভার চেয়ারম্যান। ফলে স্বাভাবিকভাবেই, স্পর্শকাতর এই ঘটনায় লেগেছে রাজনীতির রং। স্থানীয় বিজেপিনেতা সুফল খাটুর অভিযোথা পুরসভার আধিকারিকেরা ঠিকমতো রক্ষণাবেক্ষণ না করাতেই এই ঘটনা ঘটেছে।

জীবনের অন্যতম প্রধান শর্ত জল নিয়ে এমন অস্বস্তিকর পরিস্থিতির জেরে, আপাতত মুখে কুলুখ এঁটেছে, শাসকদলের জেলা নেতৃত্ব ।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর