
পঞ্চায়েত গঠনে মিলেমিশে একাকার তৃণমূল-বিজেপি-সিপিএম-কংগ্রেস
ইভিএম নিউজ ব্যুরো, ১০ অগাস্টঃ (Latest News) পঞ্চায়েত গঠনে মিলেমিশে একাকার তৃণমূল বিজেপি সিপিএম ও কংগ্রেস। চার দলের সদস্যদের সমর্থনের তৃণমূল সদস্য হলেন পঞ্চায়েতের প্রধান। উপপ্রধান গেল আবার বিজেপির সদস্যের কাছে। এমনই ঘটনা মালদার রতুয়া ২ ব্লকের আরাইডাঙ্গা গ্রাম পঞ্চায়েতে। ২৩ আসন বিশিষ্ট এই গ্রাম পঞ্চায়েতে পঞ্চায়েত নির্বাচনের ফলাফলে তৃণমূল জয়ী হয়েছিল ৯টি আসনে। অন্যদিকে বিজেপি পেয়েছিল ৫ টি আসন,সিপিআইএম