
ইজরায়েল-হিজবুল্লাহ যুদ্ধবিরতিঃ মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের ঘোষণার পর নেতানিয়াহুর সতর্কবার্তা
ব্যুরো নিউজ,২৭ নভেম্বর:২৬ নভেম্বর গভীর রাত পর্যন্ত ইজরায়েলি ক্যাবিনেটে আমেরিকা ও ফ্রান্সের প্রস্তাব নিয়ে আলোচনা চলেছিল।সেই আলোচনায় ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যুদ্ধবিরতির প্রস্তাব ক্যাবিনেটের সামনে পেশ করেন, এবং পরে তা গ্রহণ করা হয়। নেতানিয়াহু ঘোষণা করেন যে, আমেরিকা এবং ফ্রান্সের মধ্যস্থতায় ইজরায়েল ও হিজবুল্লাহ যুদ্ধবিরতিতে পৌঁছেছে। তিনি সাংবাদিকদের সামনে জানান, যুদ্ধবিরতি ২৭ নভেম্বর স্থানীয় সময় ভোর ৪টা থেকে কার্যকর হবে।