
২০২৪ সালের সেরা ১০০ মহিলার মধ্যে সমাজকর্মী অরুনা রায়
ব্যুরো নিউজ,৫ ডিসেম্বর:বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করার পরেও সমাজকর্মী অরুনা রায় কোনোদিন নিজের জীবনকে রুটিনের মধ্যে সীমাবদ্ধ রাখেননি। ২০২৪ সালে বিশ্বের সেরা ১০০ মহিলার মধ্যে স্থান পাওয়া অরুনা রায় সমাজের প্রান্তিক মানুষদের অধিকার আদায়ে গত ৪ দশক ধরে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। তার এই বিশাল কর্মকাণ্ডের জন্যই বিবিসি তাকে এই মর্যাদা প্রদান করেছে। খোঁজ পাওয়া গেল ‘বড়ো মাথা মানুষের’, একটি নতুন





























