
ক্লিইটনেই ভরসা ইস্ট বেঙ্গলের
অরূপ পালঃ আই এস এল টুর্নামেন্টে আপাতত ষোলো ম্যাচে পনেরো পয়েন্ট সংগ্রহ করে নবম স্থানে রয়েছে ইমামি ইস্টবেঙ্গল। বুধবার ঘরের মাঠে যুব ভারতী ক্রীড়াঙ্গনে ইমামি ইস্টবেঙ্গল ক্লাবের প্রতিপক্ষ নর্থ ইস্ট ইউনাইটেড। যারা সতেরো ম্যাচে মাত্র পাঁচ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্টস টেবিল এর একেবারে সর্বনিম্ন স্থানে রয়েছে। ফলে বুধবার সন্ধ্যায় যুবভারতী ক্রীড়াঙ্গনে লড়াই টা হল নবম স্থানের সঙ্গে একাদশ স্থানের। আগের