
বেলুনে গুলি করল মার্কিন সেনা, তরজায় উত্তপ্ত বেজিং-হোয়াইটহাউস কূটনীতি
ইভিএম নিউজ ব্যুরোঃ সামান্য একটা বেলুন। আর সেই বেলুনকে কেন্দ্র করেই আচমকা উত্তপ্ত হতে শুরু করেছে, বিশ্বের দুই ক্ষমতাধর রাষ্ট্রের কূটনৈতিক সম্পর্ক। দিন কয়েক আগেই আমেরিকার আকাশ সীমানার মধ্যে একটি বেলুনকে উড়তে দেখা গিয়েছিল। মুহূর্তে সতর্ক হয়ে বিষয়টি নিয়ে খোঁজখবর করতে শুরু করেন, মার্কিন পুলিশ ও সেনাগোয়েন্দা বিভাগের কর্তারা। পেন্টাগন সূত্রে জানানো হয়, বেলুনটি চিনে তৈরি। এরপরই অবাঞ্ছিতভাবে মার্কিন আকাশসীমায়