
তীব্র জল সংকটে মালদ্বীপকে পানীয় জল দিল চীন
ব্যুরো নিউজ, ২৯ মার্চ: একের পর এক সমস্যার সম্মুখীন মালদ্বীপ। পর্যটন, শিক্ষার পর এবার মালদ্বীপে তীব্র জলকষ্ট। স্বাভাবিক মৃত্যু নাকি ষড়যন্ত্র? গ্যাংস্টার-রাজনীতিবিদের মৃত্যু ঘিরে উঠছে প্রশ্ন বিশ্বজুড়ে যখন পানীয় জলের সংকট, তখন একটু জলের জন্যই হাহাকার মালদ্বীপে। কিন্তু মলদ্বীপে টো এখন চিনাপন্থি সরকার। তাই ভারত নয়, চিনের কাছেই সাহায্যের জন্য হাত পাতল মহম্মদ মুইজ্জু সরকার। এ বিষয়ে মুইজ্জু সরকার জানিয়েছে,