
নিজের জন্মদিনে কেক খাওয়াই হল কাল! জন্মদিনে কেক খেয়ে মৃত্যু শিশুর
ব্যুরো নিউজ, ৩১ মার্চ: নিজের জন্মদিনে কেক খাওয়াই হল কাল! ১০ বছরে পা দিয়েছে ছোট্ট মানবি। তাই ছোট্ট কন্যার জন্মদিন পালন হচ্ছিল। বাড়ির সকলেই খুব খুশি। মজা আনন্দের মধ্যেই কাটা হয় জন্মদিনের কেক। সেই আনন্দের মুহূর্ত সামাজিক মাধ্যমেও ভাগ করে নিয়েছিল শিশুর পরিবার। তবে সেই আনন্দই যে চোখে জল আনবে তা কে জানত? ভোটের মরশুমে খোঁজ মিলল সোনার বিস্কুটের! দানা