
সন্ধ্যে হলেই চটপটা খেতে ইচ্ছে করে! চটজলদি বানিয়ে নিন চিকেন কাঠি স্টিক
ব্যুরো নিউজ, ২৬ এপ্রিল: বিকেল শেষে গোধূলি নামলেই পেটে যেন ইঁদুর দৌঁড়তে শুরু করে। বিশেষ করে ঘরের বাচ্চারা তো রোজ বায়না ধরে নতুন কিছু করে খাওয়ানোর জন্য। তবে চিকেন কিন্তু ছোট থেকে বড় সবাই পছন্দ করেন। তাই, বুদ্ধির কাজ হল বাচ্চাদের সন্ধ্যার টিফিনে চিকেন দিয়ে কিছু নতুনত্ব বানিয়ে দেওয়া। আজ আপনাদের শেখাবো ‘চিকেন কাঠি স্টিক’। যা খেতে হবে দারুণ সুস্বাদু।


















