
শনিবার সাত সকালে মহুয়া মৈত্রের বাবার কলকাতার বাড়িতে CBI হানা!
পুস্পিতা বড়াল, ২৩ মার্চ: মহুয়ার বাবার বাড়িতে CBI হানা! মহুয়া মৈত্রের বাবার কলকাতার বাড়িতে CBI হানা শনিবার সাত সকালে। ‘টাকার বিনিময়ে প্রশ্ন’ -এর অভিযোগ সংক্রান্ত বিষয়ে আগেই দেওয়া হয়েছিল CBI তদন্তের নির্দেশ। মহুয়া মৈত্রের বাবা দীপেন্দ্রলাল মিত্রের আলিপুরে ফ্ল্যাটে এবার এই মামলাতেই তল্লাশিতে যান গোয়েন্দারা। ১৪ ঘন্টা তল্লাশি, মন্ত্রীর বাড়ি থেকে উদ্ধার লক্ষাধিক টাকা কিছুদিন আগেই সংসদে মহুয়া মৈত্রের বিরুদ্ধে