
চাপ বাড়ছে মহুয়ার! মহুয়ার ‘ডেরায়’ সিবিআই! রাতেই করিমপুরের বাড়িতে হানা
ব্যুরো নিউজ, ২৪ মার্চ: গতকাল সাত সকালে মহুয়া মৈত্রের বাবার কলকাতার বাড়িতে হানা দেয় CBI । ‘টাকার বিনিময়ে প্রশ্ন’ -এর অভিযোগ সংক্রান্ত বিষয়ে আগেই দেওয়া হয়েছিল CBI তদন্তের নির্দেশ। সেই তদন্তে নেমেই এবার মহুয়া মৈত্রের বাবা দীপেন্দ্রলাল মিত্রের আলিপুরে ফ্ল্যাটে তল্লাশি অভিযানে গোয়েন্দারা। কিছুদিন আগেই অর্থের বিনিময়ে সংসদে প্রশ্ন করার অভিযোগ উঠেছিল মহুয়া মৈত্রের বিরুদ্ধে। তিনি শিল্পপতি দর্শন হিরানন্দানির থেকে