
বুথের কাছে ভয়াবহ বিস্ফোরণ! বোমা বাঁধতে গিয়ে উড়ল তৃণমূল কর্মীর হাত!
ব্যুরো নিউজ, ২৫ এপ্রিল: রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্ত সর্বত্রই বোমাবাজি, বোমা উদ্ধারের ঘটনা খবরের শিরোনামে। বোমাবাজি আজ যেনও আতসবাজিতে পরিনত হয়েছে। যেখানে- সেখানে যখন -তখন খোঁজ মিলছে, নয়তো ফুট ফাট ফেটে যাচ্ছে। তবে কোথা থেকে আসছে এত বোমা? কেই বা বোমা ফেলছে আর সেই বোমা বিস্ফোরণে কারই বা প্রাণ যাচ্ছে তা নিয়ে কার্যত হুলুস্থুলু কাণ্ড। অরুণাচলে ভয়াবহ ধস! ধসে বিচ্ছিন্ন