
ভোটের মাঝেই বুথে তৃণমূল- বিজেপি হাতাহাতি জঙ্গিপুরে!
ব্যুরো নিউজ, ৭ মে: ভোটের মাঝেই বুথেবিজেপি প্রার্থী-তৃণমূল ব্লক সভাপতির হাতাহাতি জঙ্গিপুরে। গোপীনাথপুরের পর আরও এক ‘ভুয়ো’ এজেন্ট! ধরা পড়তেই তৃণমূল নেতার নাম! সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছিল। কিন্তু আচমকাই তৃণমূল- বিজেপি হাতাহাতি শুরু হয় বলে জানান তৃণমূল ব্লক সভাপতি। তার অভিযোগ, আচমকাই বুথে ঢুকে ঝামেলা শুরু করেন বিজেপি প্রার্থী ধনঞ্জয় ঘোষ। বিজেপি প্রার্থী তৃণমূল ব্লক সভাপতিকে প্রশ্ন করেন যে,