
Kerala : বাম দুর্গে গেরুয়া ধস! রাজধানীর মেয়র পদ হারাল এলডিএফ, ঐতিহাসিক জয় বিজেপির
ব্যুরো নিউজ, ২৬শে ডিসেম্বর ২০২৫ : কেরালার পৌর রাজনীতিতে এক ঐতিহাসিক পরিবর্তনের সাক্ষী হলো দেশ। রাজ্যের রাজধানী তিরুবনন্তপুরম কর্পোরেশনের ইতিহাসে এই প্রথমবার কোনো বিজেপি কাউন্সিলর মেয়র পদে নির্বাচিত হলেন। শুক্রবারের নির্বাচনে জয়লাভ করে গেরুয়া শিবিরের ভি ভি রাজেশ দক্ষিণ ভারতের এই গুরুত্বপূর্ণ শহরের মেয়রের দায়িত্বভার গ্রহণ করেছেন। তিরুবনন্তপুরমে বাম দুর্গে গেরুয়া ধস দীর্ঘ চার দশক ধরে তিরুবনন্তপুরম কর্পোরেশন ছিল বামপন্থী





























