
Bishnupur : লন্ডনের হাউজ অফ লর্ডস থেকে এল ‘সবুজ পুরস্কার’ বিষ্ণুপুরের লাল মাটিতে, গৃহবধূদের বিশ্ব জয়
ব্যুরো নিউজ, ২৮শে নভেম্বর ২০২৫ : নীরব পদক্ষেপে হলেও, এক বড় স্বীকৃতি এসে পৌঁছল বাঁকুড়ার বিষ্ণুপুরের এক সাধারণ কুঁড়েঘরে। লন্ডনের হাউজ অফ লর্ডস থেকে এসেছে ‘গ্রিন অ্যাপল এনভায়রনমেন্ট অ্যাওয়ার্ড ২০২৫’। এই সম্মান অর্জন করেছে বিষ্ণুপুরের একদল মহিলা – যাঁদের বেশিরভাগই গৃহবধূ। নিজেদের শহর ও দক্ষিণবঙ্গের জল সংরক্ষণ ও বন্যপ্রাণ সুরক্ষার জন্য তাঁদের নিরলস প্রচেষ্টার ফলেই এই আন্তর্জাতিক স্বীকৃতি। জল সংরক্ষণের
























