
জ্যোতি বসুর বায়োপিক: এত দিনেও কাস্টিং জট কাটছে না, কমরেড কি এখনও ধোঁয়াশা ?
ব্যুরো নিউজ ১১ জুন : পশ্চিমবঙ্গের ইতিহাসে একচ্ছত্র আধিপত্য বিস্তারকারী কমরেড জ্যোতি বসুর ( হ্যাঁ, সেই ৮০ পেরোনো অবিচল নেতা ) জীবনী নিয়ে এবার নাকি বায়োপিক হচ্ছে! সিপিআইএম (CPIM) দলের ফান্ডে তৈরি হচ্ছে এই সিনেমা। একটানা ৮৫৪১ দিন বা প্রায় সাড়ে ২৩ বছর ধরে যিনি বাংলাকে কার্যত ‘একাই সামলেছেন’, তাঁর এই দীর্ঘ রাজত্ব নিয়ে বায়োপিক মানে তো শুধু ইতিহাস নয়, এ