
ভোটের মাঝেই সংসদ ভবনে বড় বদল!
ব্যুরো নিউজ, ২২ মে : ভারতে চলছে জাতীয় নির্বাচন। সাত দফার ভোটে এখনও বাকি দুই দফার ভোট গ্রহন। এরই মধ্যে সংসদে বড় বদল। সিআরপিএফ-এর বদলে নিরাপত্তার দায়িত্বে CISF. শিলিগুড়িতে রামকৃষ্ণ মিশনে হামলার পিছনে KGF গ্যাং-এর হাত! কি করে এই KGF গ্যাং? সংসদ ভবন থেকে বিদায় নিলেন ১ হাজার ৪০০-এরও বেশি সিআরপিএফ কর্মী। তাদের বদলে সংসদ চত্বরের নিরাপত্তার দায়িত্বে CISF। জানা