
বেঙ্গালুরুর বিস্ফোরণের ঘটনায় বাংলা থেকে ধৃত দুই অভিযুক্তর কি হল?
ব্যুরো নিউজ, ১৪ এপ্রিল: পশ্চিমবঙ্গ থেকে ধৃত আব্দুল মাথিন আহমেদ ত্বহা এবং মুসাভির হুসেন শাজিবকে রামেশ্বরম কাফে বিস্ফোরণের মামলায় বিশেষ এনআইএ আদালত আজ ১০ দিনের হেফাজতের নির্দেশ দিল। তাদের কলকাতা থেকে ট্রানজ়িট রিমান্ডে বেঙ্গালুরু নিয়ে যাওয়া হয় গত কাল গ্রেফতারের পরে। দুষ্কৃতীর নিশানায় কি এবার সলমন? বিস্ফোরণের ঘটনায় দুই অভিযুক্তর সাজা ঘোষণা করল আদালত প্রচারে গিয়ে হামলার মুখে অন্ধ্র প্রদেশের