
Vishnu and Shiva : শিব ও বিষ্ণু কি সত্যিই বিপরীত না এক অপরের পরিপূরক ? মহাজাগতিক ছন্দের সনাতন বিশ্লেষণ ।
ব্যুরো নিউজ ১৯ সেপ্টেম্বর ২০২৫ : হিন্দু দর্শনে ব্রহ্মা (সৃষ্টিকর্তা), বিষ্ণু (পালনকর্তা) এবং শিব (ধ্বংসকর্তা)—এই তিন প্রধান দেবতাকে নিয়ে যে ত্রিমূর্তি গঠিত হয়েছে, তা বিশ্বজগতের এক অবিচ্ছিন্ন চক্রের প্রতীক। প্রায়শই বিষ্ণুকে সৌম্য রক্ষাকর্তা এবং শিবকে রুদ্র সংহারক রুপে দেখা হয়। কিন্তু এই আপাত বৈপরীত্য আসলে এক গভীর ঐক্যেরই প্রতিফলন। বিষ্ণু ও শিব পরস্পর বিরোধী নন, বরং তারা এক বৃহত্তর মহাজাগতিক