
Maa Shakti Temples : শারদীয়া বোধনে কোন বিশেষ আরাধনা স্থলগুলিতে জাগ্রত হন দেবী শক্তি ? একটি অজানা সত্য !
ব্যুরো নিউজ ১৭ অক্টোবর ২০২৫ : নবরাত্রি কেবল কিছু আচার-অনুষ্ঠানের উৎসব নয়; এটি উপস্থিতির উৎসব। নয়টি রাত ধরে ভারতজুড়ে কোটি কোটি মানুষ বিশ্বাস করেন যে, দেবী কেবল গল্প বা ধর্মগ্রন্থে লুকিয়ে থাকেন না, বরং এমনভাবে আমাদের জগতে পদার্পণ করেন, যা অনুভব করা যায়। সন্ধ্যার আলোয় ঘণ্টার শব্দ, ঢোলের ছন্দ, এবং প্রদীপের উজ্জ্বল আভা—সবকিছুতেই যেন তাঁর পবিত্র স্পর্শ অনুভব করা যায়।