
Amit Shah : “কাশ্মীরের জ্বালা লাল কেল্লার সামনে “: মেহবুবা মুফতি , অমিত শাহের হুঁশিয়ারি মূল ষড়যন্ত্রকারীদের : “পাতাল থেকেও খুঁজে বের করা হবে”
ব্যুরো নিউজ, ১৮ই নভেম্বর ২০২৫ : দিল্লীর লালকেল্লা সংলগ্ন বোমা বিস্ফোরণ কাণ্ড নিয়ে গতকাল সোমবার নতুন করে রাজনৈতিক সংঘাত শুরু হয়েছে। পিডিপি (PDP)-র প্রধান মেহবুবা মুফতি এই বিস্ফোরণের দায় সরাসরি কাশ্মীরের অশান্তির সাথে যুক্ত করেছেন, যা কেন্দ্রীয় সরকারের নীতির ব্যর্থতা বলে দাবি করেছেন তিনি। তাঁর এই মন্তব্যের পরই ভারতীয় জনতা পার্টি (BJP) তীব্র সমালোচনা শুরু করেছে। মেহবুবার অভিযোগ: মুফতি তীব্র



























