
বেলগাছিয়ায় বিধ্বংসী আগুন
ব্যুরো নিউজ, ৭ ফেব্রুয়ারি: শহরে ফের অগ্নিকান্ড। বুধবার দুপুরের পরেই আগুন লাগার খবর মেলে বেলগাছিয়ায় সেন্ট্রাল ডায়েরিতে। জানা গিয়েছে, গোডাউনের ভেতরে প্লাস্টিক, কাগজের ট্রে মজুত ছিল। তার জেরে সহজেই ছড়িয়ে পড়ে আগুন। মুহূর্তেই আগুনের লেলিহান শিখা গ্রাস করে ফেলে গোটা বিল্ডিং। কালো ধোঁয়ায় ছেয়ে যায় গোটা চত্বর। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় দমকলের ৬টি ইঞ্জিন। কিন্তু তাতেও রীতিমতো হিমশিম খেতে হয়