
সুনামির জেরে লণ্ডভণ্ড তাইওয়ান! বিপুল ক্ষয়ক্ষতির শিকার রাজধানী তাইপেই
ব্যুরো নিউজ, ,৩ এপ্রিল, পুস্পিতা বড়াল: পূর্ব এশিয়ার তাইওয়ানের একাংশ কেঁপে উঠল বুধবার সকালে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই কম্পনের তীব্রতা রিখটার স্কেলে ছিল ৭.৪। প্রসাশন সূত্রে খবর, একাধিক বহুতল এক দিকে হেলে পড়েছে প্রবল কম্পনের ফলে। স্থানীয় দমকল সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত এক জন মারা গিয়েছেন এই ঘটনায়। ৫০ জন আহত হয়েছেন। সুনামির সতর্কতা জারি করা হয়েছে জাপানের


















