
টানা আধঘণ্টা বরফের নিচে চাপা পড়েও বেঁচে ফিরলেন বারাসাতের তিন যুবক
সুদীপ্ত দাস, ১০ এপ্রিল : তাঁদের মধ্যে একজন পুরোপুরি বরফের তলায় চাপা ছিলেন প্রায় আধঘণ্টা। দুর্ঘটনায় বাকি দু’জনের শরীরের অধিকাংশই বরফে ঢাকা পড়ে। তবুও বিস্ময়করভাবে তারা সকলেই বেঁচে ফিরলেন নিজের নিজের বাড়ি। বারাসাত শহরের তিন যুবক সুমিত দাস, তথাগত রায়চৌধুরি ও অরিন্দম দাশগুপ্তরা চলতি মাসের ২ তারিখ গ্যাংটকে বেড়াতে যান। ৩ এপ্রিল রাতে তাঁরা গ্যাংটকের হোটেলে পৌঁছান। পরেরদিন দুপুরে গাড়ি