
ফের হাসির খোরাক বাংলাদেশ টিম! একটি বল পাকড়াও করতে ছুটলেন ৫ জন ক্রিকেটার
পুস্পিতা বড়াল, ২ এপ্রিল: বাংলাদেশ একাধিক বার হাসির খোরাক হয়েছে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট খেলতে নেমে। দ্বিতীয় টেস্ট চলাকালীন সোমবার আবার একটি ঘটনা ঘটল, যা দেখে ক্রিকেটপ্রেমীরা চেপে রাখতে পারলেন না হাসি। বাংলাদেশের পাঁচ ফিল্ডারকে দৌড়তে দেখা গেল একটি বলের পিছনে। তবে দরকারই ছিল না অত জনের দৌড়নোর। ভোটের আগে তৃণমূল বিধায়ক লাভলী মৈত্রর স্বামীর বিরুদ্ধে বড় পদক্ষেপ কমিশনের দরকারই ছিল