
OBC সংরক্ষণ দেওয়া অসম্ভব, জেনারেল ক্যাটাগরিতেই করতে হবে আবেদন : রাজ্য SSC
ব্যুরো নিউজ ২৫ জুন : নিয়োগ প্রক্রিয়া নিয়ে নতুন সিদ্ধান্ত ঘোষণা করেছে স্কুল সার্ভিস কমিশন (SSC)। সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তিতে সংশোধনী এনে জানানো হয়েছে যে, চাকরির জন্য OBC প্রার্থীদের এখন জেনারেল প্রার্থীদের মতোই আবেদন করতে হবে। SSC জানিয়েছে, আদালতে মামলার চূড়ান্ত নিষ্পত্তি হলে তবেই OBC তালিকাভুক্ত প্রার্থীরা আবেদনপত্রে নিজেদের আলাদা ক্যাটাগরি উল্লেখ করতে পারবেন। আবেদন ফি-এর ক্ষেত্রেও পরিবর্তন এসেছে। তফসিলি জাতি