
সোমবার থেকেই পারদ চড়বে
বঙ্গে বিদায়বেলায় শীত। সোমবার থেকেই তাপমাত্রার পারদ চড়বে বলে জানাল আলিপুর আবহাওয়া দফতর।সোমবার সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছতে পারে ১৮ থেকে ২০ ডিগ্রি সেলিয়াসের কাছাকাছি ।ফলে মাঘ মাসের মেয়াদ ফুরনোর আগেই শীতের এই যাই যাই আবহে শীতপ্রেমীদের অপেক্ষা এবার আগামী শীতের মরশুমের জন্য । আবহাওয়া অফিস জানিয়েছে ,তিনটি সিস্টেম থাকার ফলে উত্তর -পশ্চিম রাজ্য গুলিতে ঠান্ডা হাওয়ার প্রবেশে বাধা পাচ্ছে। ফলে আমাগী




























