
আজ প্রবল বৃষ্টি হবে রাজ্যের ১০টি জেলায়, কবে বদলাবে হাওয়া
সুস্মিতা হালদার ব্যুরো, ১২ অগাস্টঃ আজ প্রবল বৃষ্টি হবে রাজ্যের ১০টি জেলায়। জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আজ কলকাতার আকাশ সকাল থেকেই মেঘলা আছে।কলকাতায় মূলত মেঘলা আকাশই থাকবে সপ্তাহান্তে। দুই এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আগামী দুই তিন দিন বৃষ্টির পরিমাণ সামান্য বাড়বে। আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রী সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রী সেলসিয়াস। আজ দক্ষিণবঙ্গের




























