হাতে এনগেজমেন্ট রিং! তবে কি চুপিসারে বিয়ে সেরে ফেললেন অদিতি-সিদ্ধার্থ?
ব্যুরো নিউজ, ২৮ মার্চ: বলি পাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে একটি গুঞ্জন। আর তা হল অদিতি-সিদ্ধার্থর বিয়ে। সকলের মুখে মুখে একটাই চর্চা এবার কি চুপিসারে বিয়ে সেরে ফেললেন এই দুই তারকা? ‘নেভার গিভ আপ’ নীতিতেই বিশ্বাসী পদ্মরাজন! ভোট ময়দানে ২৩৮ বার হেরেও ফের ভোট ময়দানে অভিনেত্রী অদিতি রাও হায়দারি ও দক্ষিণী অভিনেতা সিদ্ধার্থ দুজনেরই প্রেম কাহিনী বলি পাড়ায় চর্চার বিষয়।