মুখোমুখি সংঘর্ষের শিকার অটো-ডাম্পার! মৃত ৫
পুস্পিতা বড়াল, ২ এপ্রিল: উত্তরপ্রদেশের চিত্রকুটে ভয়াবহ পথ দুর্ঘটনা। অন্তত ৫ জন প্রাণ হারালেন অটো ও ডাম্পারের মুখোমুখি সংঘর্ষে। আরও ৩ জন এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন। তাঁদের চিকিৎসা চলছে হাসপাতালে। সূত্রের খবরে জানা গিয়েছে, ঝাঁসি মির্জাপুর ন্যাশনাল হাইওয়েতে ঘটনাটি ঘটে মঙ্গলবার। উলটোদিক থেকে আসা দ্রুত গতির একটি ডাম্পার এদিন একটি অটোতে সজোরে ধাক্কা মারে। এতটাই সংঘর্ষের অভিঘাত ছিল যে