
জন্মদিনের অনুষ্ঠান থেকে ফিরছিলেন, চেন্নাইয়ে নিহত গর্ভবতী মহিলা ও বাবা।
ব্যুরো নিউজ ২৬ জুন: চেন্নাইয়ে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গর্ভবতী মহিলা ও তাঁর বাবার মৃত্যু হয়েছে। এই ঘটনায় একজন মাতাল ট্যাক্সি চালককে গ্রেপ্তার করা হয়েছে।জানা গেছে, ঘটনাটি সোমবার গভীর রাতে আনাকাপুথুরের কাছে মাদুরাভয়াল-তাম্বারাম বাইপাস রোডে ঘটে। দীয়া (২৩), যিনি ৭ মাসের গর্ভবতী ছিলেন, তার বাবা পদ্মনাভন (৬০) এবং মা ইন্দ্রাণী (৫১) একটি জন্মদিনের অনুষ্ঠান থেকে ফিরছিলেন। মাদুরাইয়ের বাসিন্দা এই পরিবারটি