
গ্রেফতারির তীব্র প্রতিবাদ জানিয়ে কেজরিওয়ালের পাশে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়! কী বললেন তিনি?
পুস্পিতা বড়াল, ২২ মার্চ: মমতা বন্দ্যোপাধ্যায় পাশে দাঁড়ালেন অরবিন্দ কেজরিওয়ালের। সম্প্রতি গ্রেফতার হয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলো জনগণের ভোটে নির্বাচিত মুখ্যমন্ত্রীদের বিরুদ্ধে খড়গহস্ত হয়ে উঠেছে, তিনি নিজেই এই কথা লিখেছেন এক্স হ্যান্ডেলে। সঙ্গে তিনি আরও জানিয়েছেন, তাঁর কেজরিওয়ালের স্ত্রী সুনীতার সঙ্গে কথাও হয়েছে। এছাড়াও ইন্ডিয়া জোটের প্রতিনিধি দল কেজরির গ্রেপ্তারির প্রতিবাদে নির্বাচন কমিশনের কাছে যাবে শুক্রবার। রয়েছেন তৃণমূলের দুজনও