
মর্মান্তিক দুর্ঘটনা! মাঝ আকাশে সংঘর্ষ নৌসেনার ২ হেলিকপ্টারের। মৃত একাধিক
লাবনী চৌধুরী, ২৩ এপ্রিল: মাঝ আকাশে মর্মান্তিক দুর্ঘটনা! নৌসেনার ২ হেলিকপ্টারের সংঘর্ষ। মাঝ আকাশে তখন চলছিল মহড়া। আর সেই সময়ই মর্মান্তিক দুর্ঘটনা! আজ সকাল তখন ৯টা বেজে ৩২ মিনিট। রয়্যাল মালয়েশিয়ান নেভি প্যারেডের চলছিল প্রস্তুতি। প্রশিক্ষণের সময় মাঝ আকাশে নৌসেনার দুই কপ্টারের মুখোমুখি সংঘর্ষ। আর তাতেই ১০ জনের মৃত্যু। এমনটাই সরকারি বিবৃতিতে জানানো হয়েছে। তিহারে ইনসুলিন দেওয়া হল কেজরিওয়ালকে সাইবার