ফের উত্তপ্ত সন্দেশখালি! বিক্ষভে নামলে ওসির ‘হুমকি’র মুখে শ্রমিকরা!
ব্যুরো নিউজ, ১২ এপ্রিল: ফের উত্তপ্ত সন্দেশখালি! এবার পথে নামলেন একশো দিনের শ্রমিকরা। অভিযোগ, ১০০ দিনের কাজের টাকা পাননি তারা। আর যাদের নামে টাকা ঢুকেছে তারা সেই গ্রামেরই নন। আর সেই টাকা লুট করছে সুপার ভাইজার বরুণ দাস।আর যারা টাকা পেয়েছে, তাদের বাড়িতে গিয়ে হুমকি দিচ্ছে সেই টাকা তুলে তাকে দিয়ে দেওয়ার জন্য। বেঙ্গালুরু বিস্ফোরণ কাণ্ডে বাংলায় জঙ্গি যোগ! কী