100 day worker protest in sandeshkhali

ব্যুরো নিউজ, ১২ এপ্রিল: ফের উত্তপ্ত সন্দেশখালি! এবার পথে নামলেন একশো দিনের শ্রমিকরা। অভিযোগ, ১০০ দিনের কাজের টাকা পাননি তারা। আর যাদের নামে টাকা ঢুকেছে তারা সেই গ্রামেরই নন। আর সেই টাকা লুট করছে সুপার ভাইজার বরুণ দাস।আর যারা টাকা পেয়েছে, তাদের বাড়িতে গিয়ে হুমকি দিচ্ছে সেই টাকা তুলে তাকে দিয়ে দেওয়ার জন্য।

বেঙ্গালুরু বিস্ফোরণ কাণ্ডে বাংলায় জঙ্গি যোগ! কী ‘সাফাই’ মুখ্যমন্ত্রীর? 

Advertisement of Hill 2 Ocean

প্রচারে বাড়িয়ে বেজায় চটলেন দিলীপ! কর্মীদের ‘ফাঁকিবাজি’তে ক্ষুব্ধ!

আর এই অভিযোগ তুলেই ১০০ দিনের কাজের সুপার ভাইজার বরুণ দাসের বাড়ির সামনে বিক্ষোভ দেখায় এলাকার মানুষ। বরুণ দাসের বিরুদ্ধে এও অভিযোগ ওঠে যে, কাজ না করিয়েই সে তার নিজের আত্মীয়-স্বজনদের ১০০ দিনের কাজের টাকা পাইয়ে দিয়েছেন।

অভিযোগ, NREGA প্রকল্পের কাজ করিয়েছেন বরুণ দাস। কিন্তু সেই টাকা আজও পাননি গ্রামের মানুষ। আর এই সকল অভিযোগ তুলে আজ সকালে সুপারভাইজার বরুণ দাসের বাড়ির সামনে বিক্ষোভ দেখায় গ্রামের মানুষ। কিন্তু আগে থেকেই বিক্ষোভের আঁচ পেয়ে পলাতক বরুন। তার বাড়িও তালা বন্ধ। বরুণ দাসের বাড়ির সামনে বিক্ষোভ দেখানোয় পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ গ্রামবাসীদের। থানার ওসি তাদেরকে হুমকি দিচ্ছে বএলও অভিযোগ জানায় তারা।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর