
মক্কা থেকে মিনাখাঁ, পঞ্চায়েতে মহীরুদ্দিন গাজী হাকালেন ছক্কা
ইভিএম নিউজ ব্যুরো, ২৪ জুনঃ (Latest News)মক্কা থেকে মিনাখাঁ, পঞ্চায়েতে মহীরুদ্দিন গাজী হাকালেন ছক্কা। তৃণমূলের গ্রাম পঞ্চায়েতের প্রার্থী মহীরুদ্দিন গাজী বিদেশে গিয়েছেন ৪ ঠা জুন। গিয়েছেন হজ যাত্রায়। বিদেশে থাকা সত্ত্বেও তার মনোনয়ন পত্র জমা নিয়েছেন রিটার্নিং অফিসার। আদালতে মামলাও হয়েছে। প্রশ্ন উঠেছিল কিভাবে কোন সাক্ষ্যর ছাড়াই মনোনয়ন পত্র গৃহীত হল। প্রার্থী হয়েছে মক্কায় আর মনোনয়ন পত্র জমা পড়ল মিনাখাঁয়?