swastika-on-tollywood-safety-issues

ব্যুরো নিউজ ৪ সেপ্টেম্বর: স্বস্তিকা মুখোপাধ্যায় মানেই সোজা কথার অঙ্গীকার। তিনি কখনও মেলোড্রামা এড়িয়ে যাননি, বরং স্পষ্টভাবে তার মতামত প্রকাশ করেছেন, সেটা ব্যক্তিগত সম্পর্কই হোক বা সমাজে ঘটে যাওয়া অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি একদিকে অভিনেতা দেবের প্রশংসা করেছেন, অন্যদিকে টলিউডের মহিলাদের জন্য নিরাপত্তাহীনতার কথা বলেও জানিয়েছেন।

দুর্গাপুজোর আগেই সুখবর একাদশ-দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য ট্যাবের টাকা!

দেবের আভিনয়ে মুগ্ধ অভিনেত্রী

অভিনেত্রী আনন্দবাজারকে বলেছেন, টেক্কা ছবিতে দেব দুর্দান্ত অভিনয় করেছে। ওকে দেখে মনে হয়েছে, ও আজন্ম এই কাজটাই করে আসছে। স্বস্তিকা দেবের অভিনয় নিয়ে মুগ্ধ হয়ে বলেন, ও যে বিল্ডিংয়ে কাজ করেছে, সেটাও অসাধারণ। এত সুন্দর করে অভিনয় করেছে। চরিত্রের মধ্যে না ঢুকলে তো কিছুই হবে না। এখানেই দেব অনেক নম্বর পেয়ে বসে আছে বলে মনে হয়।স্বস্তিকার মতে, যারা দেবের অভিনয় পছন্দ করেন না, তারাও এই ছবিটি দেখার পর তার অভিনয়ের ফ্যান হয়ে যাবেন। আমি বিশ্বাস করি, দেব এই ছবিতে কাজ করতে গিয়ে যা শিখেছে, তা তাকে অভিনেতা হিসেবে আরও উন্নত করবে, বলেন স্বস্তিকা।তবে এখানেই থেমে থাকেননি তিনি। টলিউডে মহিলাদের প্রতি নিরাপত্তাহীনতার বিষয়ে তিনি স্পষ্ট স্বর উত্থাপন করেছেন। স্বস্তিকা জানান, “বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে এমন একজন মহিলা নেই যিনি অস্বস্তিকর পরিবেশে পড়েননি। ১০০% মহিলাদেরই এমন পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে।তিনি উল্লেখ করেন, কিছু মহিলার বিরুদ্ধে অসভ্যতার অভিযোগ উঠলেও, তারা যদি বুঝে থাকেন যে, তাদের আচরণ ঠিক হয়নি এবং ক্ষমা চেয়েছেন, তাতে বোঝা যায় যে সমস্যা আছে। তবে, অরিন্দম শীলের মতো মানুষের বিরুদ্ধে বারবার অভিযোগ ওঠা এই সমস্যার গভীরতা নির্দেশ করে।স্বস্তিকা আরও জানান, “রূপাঞ্জনা যখন অভিযোগ করেছিল, তখন আমি ২০-২১ বছর বয়সে ছিলাম। চৈতি ঘোষাল এবং চান্দ্রেয়ী ঘোষও অভিযোগ করেছেন। তাই যদি ২০-২২ বছর ধরে মহিলারা বারবার একই অভিযোগ করেন, তবে সবাই ভুল বলছে, এমনটা হতে পারে না।”অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ের এই মন্তব্যগুলো টলিউডের অবস্থা নিয়ে গভীর ভাবনার উদ্রেক করছে। তার বক্তব্যে ফুটে উঠছে যে, এই ইন্ডাস্ট্রিতে মহিলাদের নিরাপত্তার অভাব কতটা প্রকট। স্বস্তিকার সাহসী উচ্চারণগুলি স্পষ্ট করে দিচ্ছে, সমাজের নানান প্রেক্ষাপটে মহিলাদের সাথে ঘটে যাওয়া অত্যাচার ও অসম্মানকে আর অবহেলা করা যাবে না।

সিবিআই গ্রেফতার করল আশিস পাণ্ডেকেঃ আরজি কর মেডিক্যাল কলেজের নতুন কাণ্ড

এটি সবার জন্য একটি সতর্কবার্তা যে, শিল্পের পরিবেশকে নিরাপদ ও সম্মানজনক করে তুলতে হলে, সকলেরই সচেতনতা ও সহমত প্রয়োজন। স্বস্তিকার মতামত টলিউডে একটি পরিবর্তনের লক্ষণ হতে পারে, যা মহিলাদের অধিকার ও নিরাপত্তার জন্য একটি নতুন যুগের সূচনা করবে।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর